রামগঞ্জে জনতা ব্যাংকে ডাকাতি

শেয়ার

রামগঞ্জ:

লক্ষ্মীপুরের রামগঞ্জে জনতা ব্যাংক শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশ প্রহরী মোবারক হোসেনকে অচেতন করে ব্যাংকের ভল্ট ভেঙে ২০ লাখ ৪৭হাজার ৯১৯ টাকা লুট করে নিয়ে যায়। আজ শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আ. স. ম. মাহাতাব উদ্দিন। ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে ব্যাংকের ভল্টে ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা রেখে ছুটিতে চলে যায় কর্মকর্তারা। শনিবার আনুমানিক ভোর রাত তিনটার দিকে সংঘবদ্ধ ডাকাতাদল কৌশলে ব্যাংকের কলাপসিবল গেইটের তালা ভেঙে নৈশ প্রহরী মোবারক হোসেন (৬৫) কে মারধর এবং নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তারা। পরে ব্যাংকের ভল্টে রাখা ২০লাখ ৪৭হাজার ৯শত ১৯টাকা লুটে করে নিয়ে যায়। এসময় ব্যাংকের সিসিটিভির ক্যামেরাও ভেঙে নিয়ে যায় ডাকাতরা। শনিবার সকালে ব্যাংকের দারোয়ান শাহজাহান ডিউটি করতে আসলে নৈশ প্রহরী মোবারক হোসেনকে ভিতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যাংক ম্যানেজারসহ অন্য কর্মকর্তাদের খবর দেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জনতা ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক এমরান হোসেন পাটওয়ারী জানান, ব্যাংকের মূল গেইটের তালা কৌশলে খুলে ডাকাত দল ভিতরে প্রবেশ করে ভল্টে রক্ষিত ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে দারোয়ান মোবারক হোসেনকে মারধর ও নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে পালিয়ে যায় তারা। পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.