২৪ সালেই বঙ্গবন্ধু রেলসেতুর নির্মান কাজ শেষ হবে-সিরাজগঞ্জে রেলপথমন্ত্রী

শেয়ার

ইমরান হোসাইন,সিরাজগঞ্জ:

২০২৪ সালেই বঙ্গবন্ধু রেরসেতুর নির্মান কাজ শেষ হবে, নির্ধারিত সময়ে সেতুটির কাজ শেষ করতে দ্রুতগতিতে কাজ চলছে, ইতিমধ্যেই ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলস্টেশন পরিদর্নে এসে মন্ত্রী একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মানের টেন্ডার প্রক্রিয়াধিন রয়েছে। ভারতীয় লাইন অব ক্রেডিটে এ বছরেই এই রেলপথ নির্মান কাজ শুরু হবে। এই রেলপথটি নির্মান হলে উত্তরাঞ্চলের সাথে দেশের অন্যান্য অঞ্চলের রেলযোগাযোগ সহজ হবে।

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও জংশন নির্মানের নির্ধারিত স্থান পরিদর্শনে মন্ত্রী এসময় রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্ন করেন।পরিদর্নকালে মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ রেলওয়ের উদ্ধর্তন কর্মিকর্তারা।#

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.