১০ কোটি টাকার হেরোইন সহ বাবা-ছেলে আটক

শেয়ার

রাজশাহী প্রতিবেদক: ১০ কেজি হেরোইন সহ বাবা-ছেলেকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫।

র‌্যাব-৫ গণমাধ্যমকে জানায়, চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা ১০ কেজি হেরোইন জব্দ করেছে র‌্যাব-৫। ভারত থেকে পাচার হয়ে আসা এই হেরোইনের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। এ ঘটনায় শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী র‌্যাব-৫-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ভোরে হেরোইনের একটি বড় চালান রুস্তম আলী নামে এক ব্যক্তির মাধ্যমে ধুলু মিয়ার কাছে পৌঁছায়- এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ধুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়।

তার ছেলে মমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাড়ির পেছনের বাঁশবাগানের মাটির নিচে গর্তে প্লাস্টিকের ড্রামের ভেতরে ১০ কেজি হেরোইন রাখা আছে। এরপর র‌্যাব হেরোইন জব্দ করে। পরে বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলু মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৩ সালে মোট ৮৩ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। এর মধ্যে এটিই সবচেয়ে বড় চালান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.