হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন এমপি আয়েশা ফেরদাউস

শেয়ার
মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় এই ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
এসময় উপস্থিত ছিলেন হাতিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো: ফারুক আহমেদ, হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী,এম আলী কর্পোরেশনের স্বত্তাধিকারী আশিক আলী অমি,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিসান আহাম্মেদ,জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন ও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ শতাধিক মানুষ।হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এই ভবন নির্মাণ করেন এম আলী কর্পোরেশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। চারতলা বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকা।এখানে অফিসের পাশাপাশি কর্মকর্তাদের থাকার জন্য তৃতীয় ও চতুর্থ তলায় রেস্ট হাউজ তৈরি করা হয়েছে।হাতিয়া দ্বীপকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার । ২০২১ সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্রকল্পের কাজ। হাতিয়া পৌরসভার হরেন্দ্র মার্কেট এলাকায় ১৬ একর জমিতে নির্মাণ করা হয় ১৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.