স্বেচ্ছাসেবকলীগকে সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: আনোয়ার খান এমপি

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

রাজনীতি করতে হবে জনগণের জন্য। যেমন রাজনীতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি শাসক নই, আমি জনগণের সেবক’।

তাকে অনুসরণ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কাজ করবে। নেতাকর্মীদের সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা হবে প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। এ দলে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকসেবীদের স্থান হবে না। শনিবার (৪ মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন এবং বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আনোয়ার খান এমপি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ এ দেশের মাটি-মানুষের উন্নয়নের জন্য কাজ করে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এসময় দেশব্যাপী বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, বিশেষ বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী।

রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রামগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলেয়ার হোসেন দেওয়ান বাচ্চু। সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান ফয়সাল ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ রাশেদ আলম ভূঁইয়া।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.