স্বপ্নের ফাইনাল আজ: ভারত বনাম অস্ট্রেলিয়া

শেয়ার

পশ্চিম ভারতের অন্যতম বড় শহর আহমেদাবাদ। গুজরাটের সাবেক রাজধানী। বাণিজ্যিক নগরীতে চামড়া পোড়া না হলেও এখন গরম। আকাশে কড়কড়া রোদ।

ফাইনালের দিন তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সাবরমতী নদীর পাড়ের শহরের কেন্দ্রস্থলে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। যা পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল ও মোতেরা স্টেডিয়াম নামে।

১ লাখ ৩২ হাজার আসনের স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়া আজ মুখোমুখি হবে বিশ্বকাপ ফাইনালে। দুই দল এবার নিয়ে পরস্পরের বিরুদ্ধে দ্বিতীয়বার ফাইনালে মুখোমুখি হচ্ছে।

২০০৩ সালে জোহানেসবার্গের ফাইনালে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার কি প্রতিশোধের ফাইনাল? ভারত খেলবে ১৯৮৩ ও ২০১১ সালের পর তৃতীয় শিরোপা জিততে।

আর কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি ভারত-অষ্ট্রেলিয়া। ক্রিকেটবিশ্বে উত্তেজনা তুঙ্গে। টানা ১০ ম্যাচে জিতে ফাইনালে পা রেখেছে ভারত। অন্যদিকে অষ্ট্রেলিয়াও জিতেছে টানা ৮টি ম্যাচ। ফাইনাল ঘিরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাজ-সাজ রব। কিন্তু শেষ হাসি হাসবে কে? বিশ্বকাপ ট্রফি উঠবে কার হাতে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। এর মধ্যেই ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের কাশীর এক জ্যোতিষী।

কাশীর জ্যোতিষী সঞ্জয় উপাধ্যায় জানিয়েছেন, ভারত এখনও পর্যন্ত ২ বার বিশ্বকাপ জিতেছে। ১৯৮৩ সালে প্রথমবার যখন কপিল দেবের হাতে ট্রফি ওঠে, তখন বৃহস্পতি ছিলেন বৃশ্চিক রাশিতে। এরপর ২০১১ সালে দ্বিতীয়বার কাপ জয়ের স্বাদ পায় ভারত। সেই সময় বৃহস্পতি মেষ রাশিতে, রাহু বৃশ্চিক রাশিতে এবং শনি কন্যা রাশিতে অবস্থান করছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.