সিকিমে আকস্মিক বন্যায় ১৪ জন নিহত, ১০২ নিখোঁজ

শেয়ার

অতিবৃষ্টির কারণে ভারতের সিকিমে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ আছেন ১২০ জন।

আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ভারতের সিকিমের আকস্মিক বন্যায় তিন হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন বলে। দেশটির সেনাবাহিনী জানায়, তারা বুধবার সকালে নিখোঁজ হওয়া ২৩ জন সেনা সদস্যের একজনকে উদ্ধার করেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা ১৪ জন এবং ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ আছেন ১২০ জন।

বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন সিকিমের গ্যাংটক এবং সিংটাম এলাকার বাসিন্দারা। গ্যাংটক , সিংটাম, মঙ্গন, নামচি ও পাইকিং এলাকার স্কুল ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকাগুলোতে আটকে আছেন প্রায় ৩ হাজার পর্যটক। অতিবৃষ্টিতে মঙ্গন জেলার চুংথামে বেশ কয়েকটি বাঁধ ও সেতু ভেঙ্গে গেছে।

সমুদ্রের পানি প্রবেশ করায় তিস্তা নদীর পানি অস্বাভাবিক বেড়ে গিয়ে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘন্টায় সেখানে আরও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিকিমে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.