শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা

শেয়ার

news 16-02-16
মো: ওয়াজি উল্যাহ জুয়েল
লক্ষ্মীপুরের কমলনগরে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়ে) শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। (আজ) মঙ্গলবার দুপুর ৩টায় কমলনগর উপজেলা প্রশাসনের সহায়তায় লক্ষ্মীপুর জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আবদুল্যাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামছুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো: জায়েদ হোছাইন ফারুকী, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুর রহমান, ২নং সাহেবের হাট ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার খগেন্দ্র চন্দ্র সরকার, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ইমাম সমিতির সভাপতি মো: আলী হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ, লরেন্স প্রধান শিক্ষক দোলন, সাংবাদিক মো: ওয়াজি উল্যাহ জুয়েল, সাজ্জাদুর রহমান, ইউসুফ আলী মিঠু, কাজী ইউনুসসহ নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।
বাল্যবিবাহ রোধে গনসচেতনতা ও আর নয় মাতৃমৃত্যু করনীয় কি এ বিষয়ে আলাপ আলোচনা করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.