শিরোপা জিততে অস্ট্রেলিয়ার দরকার ২৪১ রান

শেয়ার

বিশ্বকাপজুড়ে অপ্রতিরোধ্য ভারতের ফাইনালে হতশ্রী ব্যাটিং

রোমাঞ্চ ছুয়ে গেল পুরো ইনিংসজুড়ে। রোহিত শর্মা যেমন করেছেন বিশ্বকাপজুড়ে, এদিনও করলেন তেমনই; থাকলো কেবল ইনিংস বড় না করার আফসোস।

অস্ট্রেলিয়ার বোলারদের তোপ সামলে দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছিল বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটি।  কিন্তু প্যাট কামিন্স কথা রাখলেন এরপর।

স্তব্ধ করলেন আহমেদাবাদের লাখো সমর্থকদের। পরে স্বাগতিকদের হতাশ করেন রাহুল, সূর্যকুমার যাদবরাও।

পুরো বিশ্বকাপজুড়ে অপ্রতিরোধ্য ভারতের ব্যাটিং ফাইনালে এসে আড়াইশ রানও করতে পারেনি। রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে সব উইকেট হারিয়ে ২৪১ রানের লক্ষ্য দিয়েছেন রোহিত-কোহলিরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.