রামগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিহত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মাহবুবা সুলতানা (২৬) নামে এক পরিক্ষার্থীর। এঘটনায় শাকিল ও মাহবুবুল আলম নামে দুই ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পানপাড়া বাজার উত্তর তেমুনী হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবা সুলতানা উপজেলার আথাকরা গ্রাামের কিত্তোনীয়া বাড়ির ফিরোজ আলমের স্ত্রী। আহত শাকিল টামটা এলাকার আব্দুল মালেকের ছেলে ও মাহবুবুল আলম চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ইমান উদ্দিন বেপারী বাড়ির বলে জানা গেছে ও নিহত মাহবুবা সুলতানার বাবা।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত মাহবুবা শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পানপাড়া বাজার এলাকায় পৌছালে রামগঞ্জ থেকে লক্ষ্মীপুর গামী একটি মিনি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা সুলতানাকে মৃত ঘোষণা করেন। বাকী দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সিএনজি ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.