লক্ষ্মীপুরে লুৎফুল কাদীর দাতব্য চিকিৎসা কেন্দ্র’র উদ্বোধন

শেয়ার
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
বিনামূল্যে অসহায়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরে লুৎফুল কাদীর দাতব্য চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে।
আজ শনিবার (২ অক্টোবর) দুপুরে পৌর শহরের শাঁখারী পাড়া এলাকার ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
‘দি কাদীর ফাউন্ডেশন ইনকো. ইউএসএ’ পরিচালক আমেরিকান প্রবাসী মাসুম হাসান কাদীর উদ্যোগে এ দাতব্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। এতে শিশু, মহিলা স্বাস্থ্যসহ বিভিন্ন রোগের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ থেকে সুবিধা পাবে এ এলাকর হাজার হাজারও মানুষ।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসএ থেকে ভার্চুয়াল মাধ্যমে সভাপতিত্ব করেন ‘দি কাদীর ফাউন্ডেশনের পরিচালক প্রবাসী মাসুম হাসান কাদীর। দাতব্য চিকিৎসা কেন্দ্রের পরিচালক মো. মুশফিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেনারী বিশ্ববিদ্যালয়, এর বিভাগীয় প্রধান ড. আবদুল আহাদ, সু শাসনের জন্য নাগরিক সুজনের জেলা সভাপতি (সাংবাদিক ) মো. কামার উদ্দিন, নোয়াখালী সিটি হসপিটালের চেয়ারম্যান এএসএম শহিদ উদ্দিন, দাতব্য চিকিৎসা কেন্দ্রের ডাক্তার সাদিক মাহমুদ চৌধুরী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহমেদ পাটওয়ারী, বিটিভির জেলা প্রতিনিধি জহির উদ্দিন প্রমূখ।
 
 বক্তারা বলেন, তৎকালীন জমিদাররা দাতব্য চিকিৎসা নিয়ে থাকতেন।  জেলায় এখন আর দাতব্য চিকিৎসা কেন্দ্র চোখে পড়ে না। বর্তমানে স্বাস্থ্য খাত বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিণত। সেখানে বিনামূল্যে দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করে ‘দি কাদীর ফাউন্ডেশন ইনকো. ইউএসএ’ মানবতার শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। অসহায় মানুষের সেবা নিশ্চিতে এটা অবশ্যই প্রশংসার দাবীদার। এ অঞ্চলের চিকিৎসা সেবা নিশ্চিতে বিত্তবানরা এ ফাউন্ডেশনের সহযোগী হবে এমটাই প্রত্যাশা অতিথিদের।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.