লক্ষ্মীপুরে বিএনপি’র কার্যালয়ে হামলা : আহত ১২

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে জেলা বিএনপি’র কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রদলের অন্তত ১২ নেতাকর্মী আহত হয় বলে ছাত্রদল নেতারা দাবী করেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কলেজ রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভিতরে এ ঘটনা ঘটে।
প্রদক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলনে অনুষ্ঠান চলছিলো। এ সময় কার্যালয়ের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মীর সাথে ছাত্রদল কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় জেলা বিএনপি কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়। এতে ছাত্রদল কর্মী মোরশেদ আলম, তারেকুর রহামান হাবিব, মুরাদ, মামুন, দিপু, আবদুল, কাইউম, মোস্তাফিজ, রিমন, নিজাম সহ অন্তত ১২ জন আহত হয়। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুন সাংবাদিকদের কাছে অভিযোগ করে  বলেন, দলীয় কার্যালয়ে ভাঙ্গাখাঁ ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে অনুষ্ঠানে ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। এ সময় কার্যালয়ের ২০টি চেয়ার ভাংচুর করে তারা। হামলায় ছাত্রদের অন্তত ১২ নেতাকর্মীর আহত হয়েছে।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল অভিযোগ অস্বীকার করে  বলেন, জাতীয় সংসদের সফলতার ৩ বছর পূর্ত্তি উপলক্ষে আগামীকাল কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানকে বাঞ্চাল করতে ছাত্রদলের নেতাকর্মীরা নিজেরা কার্যালয় ভাঙচুর করে নাটক সাজিয়েছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রনে আনা হয়েছে। যে কোন অর্প্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.