লক্ষ্মীপুরে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকের বাড়িতে তল্লাশী

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পুলিশকে ভূল তথ্য দিয়ে রাকিব হোসেন রনি নামের এক সাংবাদিকের বাড়ীঘর তল্লাশী  করিয়েছে ভূমিদস্যু আজাদ। বুধবার (৮নভেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী কলোনি এলাকায় ওই সাংবাদিকের পরিবারকে এ হয়রানির ঘটনা ঘটায়। ওই সময় সাংবাদিক রনি সংবাদ সংগ্রহের কাজে বাড়ির বাহিরে ছিলেন। এঘটনায় লক্ষ্মীপুর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক রাকিব হোসেন রনি জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও অনালাইন নিউজ পোর্টাল (পত্রিকা) শীর্ষ সংবাদ ডটকমের নির্বাহী সম্পাদক। ভূমিদস্যু আজাদ লক্ষ্মীপুর সোনালী কলোনীর মোহাম্মদ উল্যার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এলাকার ত্রাস বলে জানা যায়।
স্থানিয়রা জানায়, ভূমিদস্যু আজাদ হামলার নাটক সাজিয়ে সাংবাদিক রনির পরিবারকে প্রতিপক্ষ্য বানিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মিথ্যা তথ্য দিয়ে পুলিশ এনে বাড়িঘরে তল্লাশী চালায়। এ সময় পুলিশ ঘরের  বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। এক পর্যায়ে বাড়িতে থাকা পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হয়রানি করে তারা। ঘটনার সময় সাংবাদিক রনির বাড়ির বাহিরে ছিলেন। স্থানিয়রা আরো জানায়, আজাদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করে। তার বিরুদ্ধে কেউ কথা বললে এভাবেই বিভিন্ন নাটক সাজিয়ে মামলা হামলা করে হয়রানি করে সে।
সাংবাদিক রাকিব হোসেন রনি জানায়, আজাদ একজন চিহ্নিত ভুমিদস্যু। কিছুদিন আগে সে মিথ্যা অযুহাতে এক প্রবাসীর বাড়িতে হামলা চালায়।। এঘটনায় আমি সংবাদ সংগ্রহ করলে সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় মামলা হামলার হুমকী দেয়। তারই ধারাবাহিকতায় আজ পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমার বাড়িতে তল্লাশী চালায়। আমি এ ঘটনার বিচারের দাবি জানায়।
লক্ষ্মীপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক মুকবুল বলেন, খবর পেয়ে সোনালী কলোনি এলাকায় গেলে আজাদের উপর ওই বাড়ির লোকজন হামলা চালিয়েছে বলে জানালে আমরা ওই বাড়িতে ডুকি। তবে বাড়িটি যে সাংবাদিকের তা আমাদের জানা ছিলো না।
এদিকে সাংবাদিকের বাড়িতে বিনা কারণে পুলিশী তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের সাংবাদিক মহল। লক্ষ্মীপুর প্রেস ক্লাব ও জেলা রিপোটার্স ক্লাব সহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ বিষয়টির তদন্ত পূর্বক বিচারের দাবি জানান।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.