লক্ষ্মীপুরে দেশীয় ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করালেন প্রতিষ্ঠান

শেয়ার

প্রদীপ কুমার রায়:

গ্রীষ্মকালীন দেশীয় ৭০ রকমারি ফলের সঙ্গে পরিচয় হয়েছে লক্ষ্মীপুরের একটি বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ওই প্রতিষ্ঠানে আয়োজিত গ্রীষ্মকালীন ফল উৎসবে শিক্ষার্থীদের ফলের সাথে পরিচিতির যোগসূত্র ঘটে।

শনিবার (১১ জুন) ‘লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের উদ্যােগে ১৩টি স্টল নিয়ে শিক্ষার্থী’রা এ ফল উৎসবের মেতে উঠে।

দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ফিতা কেটে এ গ্রীষ্মকালীন ফল উৎসব উদ্বোধন করেন।

ওই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, চালতা, কামরাঙা, জলপাই, মন্ডল, পেঁপে, তাল, নারিকেল সহ ৭০ প্রজাতের দেশীয় ফল স্থান পায়।

আয়োজকরা জানান, বর্তমান সময় শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল দেখলো, নাম জানা নেই ফলের। তাই ২০১৯ সাল থেকে প্রতিবছর এ ফলের সাথে তাদের পরিচয় করে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বাড়ী থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে দোকান সাজিয়ে রাখে। এতে তাদের ভেতরে একধরনের আনন্দ অনুভব হয়। এবছর নার্সারি শিক্ষার্থীরা ৭০ রকমারি দেশীয় ফল তাদের স্টলে সাজিয়ে রাখে। তাই বিচারকমণ্ডলী তাদের প্রথম।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান রেজাউল করিম সুমন জানান, গ্রামের শিক্ষা-প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে প্রশ্ন করলে সে টানা বিভিন্ন দেশীয় ফলের নাম বলতে পারবে এবং সে দেখলে বলতে পারবে কোনটা কোন ফল। কিন্তু শহরের একজন শিক্ষার্থীর এতসব ফলের সাথে পরিচয় নেই। তাই গত কয়েকবছর ধরে আমরা প্রতিবছর গ্রীষ্মকালীন ফল উৎসব করে আসছি, শিক্ষার্থীদের সঙ্গে ফলের পরিচয় করে দেওয়া জন্য।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.