লক্ষ্মীপুরে ইসকনের জন্মাষ্টমী উৎসবে চরম বিশৃঙ্খলা

শেয়ার

প্রদীপ কুমার রায়ঃ
ধাক্কাধাক্কি, বিশৃংখলা, প্রসাদ বিবরণে খামখেয়ালিপনা, ইসকন সমর্থন করেন না এমন অতিথি ভক্তের সাথে উদ্যত্বপূর্ণ বিতর্কিত মন্তব্য, জোর খাটানো, পরমত সহিষ্ণুতার অভাব, দৃষ্টিকটু মঞ্চসজ্জা, শত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা মদনমোহন মন্দির তিন দিন ধরে ব্যবহারে অনুমতি নিয়ে ইসকনের নিজস্ব নিয়মকানুন পালনের নামে মন্দিরের নিয়মিত সেবা পূজায় বিগ্ন সৃষ্টি করা, কয়েকজন ইসকন সদস্যের উগ্র সাম্প্রদায়িক আগ্রাসী মনোভাব, ধর্মানুভুতিতে আঘাত করার মতো ঘৃন্য আচরণসহ. নানা অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে ইসকন আয়োজিত তিন দিন ব্যাপী পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আজ শেষ হয়েছে।

শতশত ভক্তরা অনুষ্ঠানে এসে ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেছে.। সুনামধারী সংগঠনটি এবার তাঁদের গ্রহনযোগ্যতা আদায়ে চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে.। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সংগঠনটিকে এর চরম. মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন সচেতন সমালোচকরা।

অনুষ্ঠানে আগত ভক্তদের সাথে কথা বলে জানা যায়, গত ১৮ আগস্ট বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়ে. ২০ আগস্ট শনিবার গভীর রাত পর্যন্ত চলে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে আয়োজন করা নানা অনুষ্ঠান.। অনুষ্ঠানের মধ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, অভিষেক, কৃষ্ণ পূজা, ধর্মীয় সংঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয় ইসকন রায়পুর উপজেলা শাখা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুর শাখা ইসকন এর সাথে যুক্ত হয়ে র্যালীতে নেতৃত্ব দেন।

র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ, সহকারি কমিশনার ভূমি রাসেল ইকবাল, হিন্দু বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক শংকর মজুমদার., পূজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ পাল., মদনমোহন মন্দিরের সভাপতি সুবাস সাহা, মদনমোহন মন্দিরের সাধারণ সম্পাদক দিলীপ বনিক, যুব ঐক্য পরিষদের সভাপতি সুকান্ত মজুমদারসহ. কয়েকশ সনাতন ধর্মাবলম্বী গনমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন।

দীর্ঘ দিন থেকে নিখুঁতভাবে নানা ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে সাফল্য. দেখানো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের. এবারের আয়োজনে নানা বিতর্কিত কর্মকাণ্ডে মর্মাহত হয়ে বিস্ময় প্রকাশ করেছেন অসংখ্য সাধারণ কৃষ্ণ ভক্তবৃন্দ.।

প্রথমত নিজেকে অতিভক্ত হিসেবে জাহির করা কতিপয় অযোগ্য ইসকন সদস্যরা বছরের পর বছর ধরে সংগঠনের শীর্ষ পদ আঁকড়ে থাকার কারনে এবং সংগঠনের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে কলকাঠি নাড়া অথর্ব উপদেষ্টা হিসেবে সর্ব মহলে পরিচিত কয়েকজন বিত্তশালী তাদের নিজের মতামত বাস্তবায়ন করিয়ে নেয়ার কৌশলী মনোভাবের কারণেই স্পর্শকাতর নানা অনিয়ম অব্যবস্থাপনা এবার আর ঢেকে রাখা যায়নি বলে জানিয়েছেন ইসকন দিক্ষিত প্রচার বিমুখী অন্তর্মুখী কয়েকজন প্রবীণ ভক্ত।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.