রামগতি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফশিল ঘোষণা

শেয়ার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে।

এ উপলক্ষে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ এর রিটার্নিং অফিসার এস এম শান্তুনু চৌধুরী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ১৪ মার্চ তারিখে গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সময়সূচী ঘোষনা করে।
সে মোতাবেক ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চ খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি, সংশোধনী। ২৮ মার্চ দাবী, আপত্তি, সংশোধনী নিষ্পত্তির শেষ তারিখ, ২এপ্রিল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র গ্রহন শুরু ২এপ্রিল, ৪ এপ্রিল মনোনয়ন পত্র দাখিল, ৯ এপ্রিল বাছাই, প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপীল ১১এপ্রিল, ১৩এপ্রিল আপীল নিষ্পত্তি, ১৬ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ তারিখ, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ এপ্রিল, প্রতিক বরাদ্দের তারিখ ১৮এপ্রিল এবং ভোট গ্রহন হবে ১৩ মে।

উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ এর রিটার্নিং অফিসার এস এম শান্তুনু চৌধুরী জানান, নির্বাচন কমিশনের সময়সূচী মোতাবেক আমরা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছি। ভোটের দিন সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে ব্যালটের মাধ্যমে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.