রামগতিতে র‌্যাবের ওপর হামলা ঘটনায় ৪ আসামি গ্রেফতার

শেয়ার

লক্ষ্মীপুরের রামগতিতে র‌্যাবের ওপর হামলার ঘটনায় মামলায় ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা। এর আগে ভোর রাতে রামগতির বয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চর গাজী ইউনিয়নের বাসিন্দা মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল খালেক (৩৫), মৃত নজির আহমেদের ছেলে মো. মহসিন (৫০), গোলাম মোস্তফার ছেলে মো. শেখ ফরিদ (২৫), ও আবদুল গফুরুরের ছেলে আবদুল হাই (৩০)।

প্রসঙ্গত ৪ জানুয়ারি উপজেলার চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকায় র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের চার সদস্য আহত হন। ঘটনার পরের দিন ৫ জানুয়ারি র‌্যাব ৫শজন কে আসামি করে মামলা দায়ের করে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.