রামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ড. আনোয়ার হোসেন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত আন্তরিকতার সাাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদে­র সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। তাই সকলেরই উচিত আন্তরিকতার সাথে নিজের দায়িত্ব পালন করা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিশ্রমের মাধ্যমে রামগঞ্জের অপরাধমূলক কাজ আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সকল অপরাধকে একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক. ম রুহুল আমিন, সাবেক মেয়র বেলাল আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবুল হোসেন সুফি, ইউপি চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেখ, সাধারণ সম্পাদক আফরোজা আক্তার, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুখ, সাধারণ সম্পাদক কাউছার হোসেন প্রমূখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.