রাতে শুরু হচ্ছে একাদশে তৃতীয় ধাপের ভর্তি আবেদন

শেয়ার

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আবার শুরু হচ্ছে। এটাই একাদশে ভর্তি আবেদনের শেষ সুযোগ।

কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য দুই ধাপে আবেদন করেও যারা পছন্দের প্রতিষ্ঠান পাননি তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবেন।

একাদশে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন আজ রোববার (১৫ জানুয়ারি) রাত আটটায় শুরু হবে। আগামীকাল সোমবার রাত আটটা পর্যন্ত কলেজ ভর্তির তৃতীয় ধাপের আবেদন নেওয়া হবে।
প্রথম ও দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ ও ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ইতোমধ্যে শেষ হয়েছে।

একাদশে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/

XI Class Admission System) জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের আবেদন ১৫ জানুয়ারি রাত ৮টা থেকে ১৬ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত করা যাবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক স্পেশাল কোটার অনুমোদন ১৫ জানুয়ারি তারিখ রাত ৮টা থেকে ১৬ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত করা যাবে।

ভর্তি নীতিমালায় জানানো হয়েছে, পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি। বিকাশের মাধ্যমে ৩২৮ টাকা ফি দিয়ে এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.