রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের কমিটি গঠন

শেয়ার

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মোঃ শাহজাহানকে সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী ফারহান সাদিক সৌমিককে সাধারণ সম্পাদক করা হয়েছে নতুন কমিটিতে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাঃ হালিমা খাতুন সহ ১৭ জন শিক্ষককে উপদেষ্টা করে ৫২ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি মোঃ জামিনুর ইসলাম, জেলা আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান, মোঃ রাফিউজ্জামান ওয়াসিক, মোঃ আবু হাসনাত, মোঃ রায়হান আলী, মোঃ ইয়ালসিন ইউনুস, মোঃ আতিকুর রহমান, ফারুক হোসেন আলিফ ও মুনতাসিম চৌধুরী তাসিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ ফিরোজ, মঞ্জরুল ইসলাম, মৃণাল রায়, নাহিদ হাসান, বিপ্লব হোসেন, উৎসব সাহা, খনিজ কুমার জয় ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাইম ইসলাম নুর, শরিফুল ইসলাম সোহাগ, আল মাহমুদ মুরাদ, ফারুক খোন্দকার, রুহুল আমিন মোল্লা, আব্দুল্লাহ আল মামুন ও জুহিন কাউসার ছাড়াও বিভিন্ন পদে শিক্ষার্থীরা মনোনীত হয়েছে।

এছাড়া, ছাত্র পরামর্শক হিসেবে ১২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে নতুন কমিটিতে।

উল্লেখ্য, জাগো বাহে কোনঠে সবায়? স্লোগানকে সামনে রেখে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে বশেমুরবিপ্রবিতে প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.