মাদ্রাসা নীতিমালা সংশোধনের দাবী

শেয়ার

কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে মাদরাসা এমপিও নীতিমালা ২০১৮ এর বৈষম্যতুলে ধরে অচিরে এ নীতিমালা সংশোধনের দাবী জানান।
হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে সোমবার সন্ধ্যায় বিএমজিটিএ কমলনগর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ও ফরাশগঞ্জ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন বিএমজিটিএ’র জেলা সভাপতি ও ভবানীগঞ্জ ফাযিল মাদ্রাসার প্রভাষক মো: আলী। প্রধান আলোচক ছিলেন জেলা সাধারন সম্পাদক ও আয়েশা কামিল মাদ্রাসার প্রভাষক ও বিভাগীয় প্রধান মো: ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ও হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক আইসিটি মো. ওয়াজি উল্যাহ জুয়েল। বক্তব্য রাখেন সদর পুর্ব উপজেলার সহ-সভাপতি ফিরোজ কবির, উপজেলা সাধারন সম্পাদক ও হাজিরহাট ফাযিল ডিগ্রি মাদ্রাসা সহকারী শিক্ষক লোকমান হোসেন, সহকারী শিক্ষক মো: ফারুক, সাংগঠনিক সম্পাদক ও শামছুদ্দিন জাহেরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আকবর হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.