ব্যাটিং নয়, হারের জন্য বোলিংকে দায় দিলেন রিয়াদ

শেয়ার

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ রানে হার দেখেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ডমিনিকায় এই হারের জন্য ব্যাটিংয়ের চেয়েও বোলিংকে বেশি দায় দিয়েছেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ।

উইন্ডসর পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে ঝড়ো সূচনা পেলেও ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছিল স্বাগতিকরা। শেষ ৭ ওভারে ৯৩ রান তুলে ম্যাচটা বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়েছিল ক্যারিবিয়ানরা। যেখানে রোভম্যান পাওয়েল ২৮ বলে ২ চার ও ৬ ছয়ে করেছিলেন অপরাজিত ৬১ রান।

 লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৫৮ রান। যেখানে সাকিব ও আফিফ ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি আর কেউই।

ম্যাচশেষে দলের হারের কারণ হিসেবে বলতে গিয়ে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় যে, বোলিংয়ে আমরা সম্ভবত কয়েকটা ওভারে খুব বেশিই রান দিয়ে দিয়েছি। আমার সেটাতে কোনো সমস্যা নেই।

টি-টোয়েন্টিতে এটা হতেই পারে। কিন্তু আমরা প্ল্যান যেভাবে এক্সিকিউট করতে চেয়েছি ওইখানে আমরা বল করিনি। এটা একটা দিক।

সাকিব মাশাল্লাহ খুবই ভালো ব্যাটিং করেছে। আফিফ আর সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। ওইটা আমাদের হয়তো কিছুটা মোমেন্টাম দিয়েছিল। শেষদিকে সাকিব  কিছু ছয় মারলো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.