বেড়েছে মোটা চালের দাম

শেয়ার

সপ্তাহের ব্যবধানে কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে পাইজাম চালের দাম। মোটাজাতের এই চাল কিনতে এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা। যা গত সপ্তাহেও ৫০ টাকা ছিল।

শুক্রবার (৫ মে) সকালে রাজধানীর বাজার ঘুরে চালের দরের এই চিত্র দেখা গেছে।

বাজারভেদের চালের দামের পার্থক্য আছে। জাত ও কোম্পানিভেদেও কেজিতে এক থেকে দুই টাকা পার্থক্য দেখা গেছে। নগরীর মোহাম্মদপুরের বাজারে মিনিকেট নামে যে চাল বিক্রি হচ্ছে তার কেজি প্রতি দাম নেওয়া হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা। একই দামে বিক্রি হচ্ছে নাজির।

মোটা চালের মধ্যে পাইজাম ৫২ থেকে ৫৩ টাকা, আটাস চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গুটি চাল ৪৫ থেকে ৫০ টাকা।

চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান বাজারের চাল বিক্রেতা আব্দুল হান্নান ঢাকা মেইলকে বলেন, ‘পাইজাম কেজিতে দুই টাকা বাড়তে৷ দাম তো বাড়তেই থাকে। প্রতিদিনই বাড়ে।’

বাজারে চাল কিনতে এসে ক্ষোভ প্রকাশ করলেন পারভীন বেগম। তিনি বলেন, ‘আগে চাউলের বস্তা কিনতাম। এখন পাঁচ কেজি, ১০ কেজি এমনে কিনি। সব জিনিসের দাম বেশি। একটা জিনিস বেশি কিনলে, আরেকটা কিনতে পারি না।’ এই ক্রেতা বলেন, ‘দামও তো ঠিক থাকে না। এখন একদাম, কাইল আরেক দাম!’

এছাড়া বাজারে বিক্রি হতে দেখা গেছে খুদের চাল। যার কেজি ৪৬ থেকে ৪৮ টাকা। আতপ চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে টাকা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.