বৃষ্টি কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

শেয়ার

বুধবার রাতে বৃষ্টির পর আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের সাত বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। তবে, রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, গতকাল বুধবার সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। খুলনায় ২৭ মিলিমিটার ও গোপালগঞ্জে ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, রাতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.