বিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ৭ লাখ ছাড়াল

শেয়ার

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৭ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭ লাখ ২৮ হাজার ৮৯১ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ১২ লাখ ৬১ হাজার ৯৭১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৮৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। আর মৃত্যু হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৭৬৮ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৫৩ হাজার ৮৬৪। এর মধ্যে এক লাখ ২৬ হাজার ৬৫৩ জনের মৃত্যু হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.