বিশ্বকাপ ব্যর্থতায় তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়লেন বাবর

শেয়ার

চলমান ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফর্মে ব্যর্থ পাকিস্তান। র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকায় বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন দেখলেও সেমিফাইফাইনালের আগেই বিদায় নেয় তারা। আর এজন্য সবার অভিযোগ ছিল অধিনায়ক বাবর আজমের দিকে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের কাঠগড়ায় ছিলেন ডানহাতি এই ব্যাটার।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছিল, বাবর যদি নিজ থেকে পদত্যাগপত্র জমা দেয়, তাহলে সেটি গ্রহণ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যথায় তার নেতৃত্ব কেড়ে নেওয়া হবে। তবে সেসব গুঞ্জনের মধ্যেই তিন সংস্করণেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর।

অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী ক্রিকেটার। এদিকে গুঞ্জন ছড়িয়েছে, পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজে অধিনায়ক হতে পারেন শান মাসুদ, টি–টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.