বিশ্বকাপ: আজ মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস

শেয়ার

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ বাংলাদেশের। টানা চার হারে দল বিপর্যস্ত। এমন অবস্থায় সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

গতকাল টাইগার ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মিডিয়ার মুখোমুখিতে ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ বলেন, ‘সেমিফাইনাল খেলার বিষয়টি কাগজে-কলমে হয়তো নেই। তবে এখনো চার ম্যাচ বাকি। সেমিফাইনালে খেলতে হলে সব ম্যাচ জিততে হবে। তখন রান রেটের হিসাবনিকাশ থাকবে। অবশ্য আমরা এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। সেদিকের বিবেচনায় আমরা এখন শুধু নেদারল্যান্ডস ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের কাছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ট্রিকি মনে হচ্ছে।’

১০ দলের বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ হারিয়েছে শুধু আফগানিস্তানকে। বিপরীতে নেদারল্যান্ডস হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দুই দলের পয়েন্ট সমান ২। রানরেটে বাংলাদেশ এখন ৮ নম্বরে আর নেদারল্যান্ডস ১০ নম্বরে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবারের মুখোমুখিতে জিতেছিল নেদারল্যান্ডস। ২০১১ সালের বিশ্বকাপে জিতেছিল টাইগাররা। আজ তৃতীয়বারের মতো খেলবে দুই দল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.