বাম গণতান্ত্রিক জোটের পথসভায় পুলিশের বাঁধা

শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতাল এর পক্ষে পথসভা চলাকালে পুলিশের বাঁধা ও নেতৃবৃন্দের সাথে ব্যাপক তর্কবির্ত হয়েছে।

সিরাজগঞ্জ কাঠেরপুল, গুড়ের বাজার পথসভা শেষে সোমবার সন্ধ্যায় মমতাজ সিনেমা হলের পাঁচ রাস্তার মোড়ে পথ সভা করছিল বাম গণতান্ত্রিক জোট।

পথসভা চলাকালীন এক পযার্য়ে পুলিশ এসে পথসভায় বাঁধা দেয় এই সময় পুলিশ কর্মকর্তার সাথে নেতৃবৃন্দের ব্যাপক তর্কবির্তক হয়।

বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বাধীনতার পরবর্তী কালে ১৯৭২ সালের যখন সংবিধান রচনা করা হয়।

সেখানে স্পষ্ট লেখা আছে মানুষের কথা বলা গণতান্ত্রিক অধিকার। সে গণতান্ত্রিক অধিকার হনন করা জন্য পুলিশ এই বাধা দিয়েছে। আমরা বাম গণতান্ত্রিক জোটে পক্ষে থেকে এর তীব্র নিন্দা জানাই।

উক্ত পথ সভায় বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা আনোয়ার রেজা, সিপিবি নেতা সুলতান আহমেদ বাসদ নেতা সন্তোষ কুমার বাবু, সিপিবি নেতা শুনিল কুমার দে প্রমুখ।

উল্লেখ্য, নেতৃবৃন্দ নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সোমবার বাম গনতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী হরতাল সফল করার জন্য জনগনের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.