বানিয়াচংয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে দিনব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জুন সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীগ্ণ ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের বিষয়ভিত্তিক সুপারিশমালা প্রেজেন্টেশন করেন।

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণের সুপারিশমালা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলেও জানানো হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান,আহাদ মিয়া,কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, ওসি(তদন্ত) কবির হোসেন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মৎস্য অফিসার নূরুল একরাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, ব্র‍্যাক ম্যানেজার পারুল বেগম, ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান,, বিআরডিভি কর্মকর্তা মিজানুর রহমান,ইমাম সাইদুর রহমান,প্রকল্প কর্মকর্তা (জাইকা) দেলোয়ার হোসেন, হিলিপ কর্মকর্তা কাওসার হোসেন, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষিকা সাধনা রাণী সূত্রধর,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.