বানিয়াচং আইডিয়েল কলেজে ৪ তলা ভবন উদ্বোধন ও আলোচনা সভা

শেয়ার

জুয়েল রহমান:

হবিগঞ্জের বানিয়াচংয়ের সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়েল কলেজের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ মে দুপুর ১২ টায় বানিয়াচং আইডিয়েল কলেজের আয়োজনে কলেজের দক্ষিণ পাশে ৪ তলা ভবনটির উদ্বোধন এবং কলেজের মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জীববিজ্ঞানের প্রভাষক অরুপ কুমার দাসের সঞ্চালনায় ও বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইডিয়েল কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথির কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাছিরা আক্তার অনামিকা।

অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে ৪ তলা ভবনের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার।জনগনের কল্যাণে সরকার শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ইত্যাদি খাতে প্রচুর পরিমানে অর্থ ব্যয় করছে। নতুন নতুন রাস্তা-ঘাট, শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার অবদান। তিনি আরো বলেন, “যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত”। একটি দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তিনি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষিত হলে হবেনা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এতে করে তোমরা সুনাগরিক হয়ে উন্নত দেশ গঠনে ভূমিকা রাখবে। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, আইডিয়েল কলেজের প্রতিষ্ঠাতা ও বানিয়াচং ২ নম্বর উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামন খান (ধন মিয়া)। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সম্পদ কান্তি দাস, সুফিয়া মতিন কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ ভূঁইয়া, সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসার প্রিন্সিফাল মাও: আব্দাল হোসেন খান, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও: মুবাশ্বির আহমদ, মাও: কাজী আতাউর রহমান, ৪ নম্বর দক্ষিণ -পশ্চিম ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আইডিয়েল কলেজের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার দাস, কলেজের ইংরেজি প্রভাষক জসিম উদ্দিন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুত্তাকিন বিশ্বাস, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাতাপুর মহল্লার সাবেক সর্দার এস,এম আলী আক্কাস, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খানম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, শেখ জওহর হোসেন ফাহদী, আক্তার হোসেন আলহাদী, হৃদয় খান, শেখ নুরুল ইসলাম, তাপস হোম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইডিয়েল কলেজ প্রভাষকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ২০১১ সালে হায়দারুজ্জামান খান (ধন মিয়ার) প্রচেষ্টায় ও বানিয়াচংয়ের বিভিন্ন ছান্দ ও মহল্লা এবং বিভিন্ন প্রবাসীদের অর্থায়নে বানিয়াচং আইডিয়েল কলেজ স্থাপিত হয়। সেই ২০১১ সাল থেকে সুনামের সাথে আজ পর্যন্ত এ শিক্ষা প্রতিষ্ঠানটির পড়াশোনার গুণগতমান ও অসংখ্য ছাত্র-ছাত্রীকে প্রভাষকগণ সুশিক্ষায় শিক্ষিত করনের অগ্রণীভূমিকা রাখায় এমপিও তালিকাভুক্ত হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.