বাচ্চা হয়নি, তবুও দিনে ৬ লিটার দুধ দিচ্ছে গরুটি

শেয়ার
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে বাচ্চা প্রসব ছাড়াই একটি গরু দুধ দেয়।
তবে বিষয়টি সাধারণ মানুষের কাছে আশ্চর্যজনক হলেও বিজ্ঞান বলছে, স্বাভাবিক। হরমোনের পরিবর্তনে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে তা লাখে একটা গরুর বেলায় হয়।

এদিকে গরুটি দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে আগতরা দুধও নিচ্ছেন। প্রতিদিন এটি ছয় লিটার দুধ দিচ্ছে।

মালিক সিরাজুল হক মৃধা বলেন, ‘অস্ট্রেলিয়ান উচ্চ জাতের কালো রঙয়ের প্রায় সাত ফুট লম্বা ও পাঁচ ফুট উচ্চতার এ গরুর বয়স তিন বছর ছয় মাস। এখন পর্যন্ত বাচ্চা প্রসব করেনি।

তিনি আরো বলেন, ‘বাচ্চা ছাড়া গরু দুধ দিচ্ছে তা দেখতে প্রতিদিন গ্রামের অনেকে আসছে। এ সময় অনেকে আবার চেয়ে দুধও নিচ্ছেন। আমার যেটুকু সামর্থ্য আছে সেভাবে তাদেরকে দুধ দিচ্ছি।’

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মো. ইফাত ইশতিয়াক জানান, ‘এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম বলেন, ‘হরমোন পরিবর্তনের কারণে বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিতে পারে গরু। তবে এই ঘটনা খুবই বিরল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.