বাংলাদেশে এসে প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা দল

শেয়ার

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সোমবার উদ্বোধনী দিন ছিল। এদিন তৃতীয় ম্যাচে মেসিদের দেশ আর্জেন্টিনা খেলেছিল এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ইরাকের বিপক্ষে। তবে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনা কাবাডি দলের।

ম্যাচে ইরাক জিতেছে ৫৬-২৮ পয়েন্টে। এক কথায় মধ্যপ্রাচ্যের দেশটির কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ৩৪-১৩ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাট ছাড়ে রিকার্ডোর দল। দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ কাবাডিতে খেলতে আসা দলটি।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার কোচ রিকার্ডো বলেন, আসরে বড় কোনো প্রত্যাশা নেই।

এক-দুইটা ম্যাচ জিততে পারলেই খুশি তারা। নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি আর্জেন্টাইনরা। সামনে জয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টাইন কোচ রিকার্ডো। দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইরাকের হাসান ফাইজ।

এর আগে, দিনের দ্বিতীয় ম্যাচে গত দুইবারের রানার্সআপ কেনিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে চাইনিজ তাইপে। চাইনিজ তাইপে দুটি লোনাসহ ৪৫-৪০ পয়েন্টে কেনিয়াকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২৩-১৬ পয়েন্টে এগিয়ে ছিল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.