বশেমুরবিপ্রবি’তে সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক সামাজিক অসমতার উপর সেমিনার

শেয়ার
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক সামাজিক অসমতার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৬ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন নিউমেরিকাল অধ্যাপক ও বর্তমান বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এফ. ইমাম আলি। সেমিনারের মূল বক্তা অধ্যাপক ড. এ. এফ. ইমাম আলি সামাজিক অসমতার উপর জ্ঞান ভিত্তিক আলোচনা করেন।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশীদ, সহকারী অধ্যাপক শামীমা নাসরিন, সহকারী অধ্যাপক আইরিন পারভিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশিদ বলেন, সামাজিক অসমতার উপর আজকের সেমিনারে স্যারের বক্তব্য ছিলো চমৎকার ও জ্ঞান ভিত্তিক। ছাত্র-শিক্ষক-ছাত্র এমন মেলবন্ধনে স্যারকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.