ফেসবুক-ইনস্টাগ্রামের আরও কয়েক হাজার কর্মী ছাঁটাই

শেয়ার

ফেসবুক-ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা থেকে আরও কয়েক হাজার কর্মী ছাঁটাই হচ্ছে। এই সপ্তাহেই চাকরি হারাচ্ছেন মেটার বিপুল সংখ্যক কর্মী।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ ৭ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতবছরের নভেম্বরে সর্বপ্রথম মেটায় কর্মী ছাঁটাই শুরু হয়। তখন সব মিলিয়ে ১১ হাজার কর্মী চাকরি হারান। এই ঘটনার চার মাস পরে ফের কয়েক হাজার কর্মী কর্মহীন হচ্ছেন।

নভেম্বরে ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পর মেটা জানিয়েছিল, নিজেদের আরও শক্ত অবস্থানে নিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল, মেটা তাদের পরিধি কমানোয় কাজ করছে। এ উদ্দেশ্যে কর্মকর্তাদের ক্ষতিপূরণের বিনিময়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব এবং যেসব দল ‘অপ্রয়োজনীয়’ সেসব দলকে ছেঁটে ফেলার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।

নাম গোপন রাখার শর্তে মেটার এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে যারা চাকরি হারাতে যাচ্ছেন তাদের বিষয়টি ‘পরিধি কমানোর’ সঙ্গে সংশ্লিষ্ট নয়। এ ছাঁটাইটি পুরোপুরি আর্থিক বিষয়ক।

সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে মেটার। এরপরই প্রতিষ্ঠানটি পরিচালক ও সহ-সভাপতিদের একটি তালিকা তৈরি করতে বলে আসছে। যে তালিকা অনুযায়ী অপ্রয়োজনীয় কর্মীদের ছাঁটাই করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.