ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় তাদের গুলিতে আহত হয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা বলেন, দুপুর ১২টার দিকে অবরোধের সমর্থনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছিলেন একে কিবরিয়া স্বপন। এমন সময় একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে স্বেচ্ছাসেবক লীগ-যুবলীগ ও ছাত্রলীগ হামলা করে তারা। তারা প্রতিরোধ গড়ে তুলতে শর্টগানের এক রাউন্ড গুলিতে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন আহত হন।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ফরিদপুরের কোমপুর বাহিরদিয়া এলাকায় কোনো পিকেটিং বা গুলির ঘটনা আমার জানা নেই। সেখানে বিএনপির কোনো অবরোধ কর্মসূচি হয়েছে কিনা সেটি জানা নেই।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.