ফরিদপুরে তক্ষকসহ পাচারকারী চক্রের ৪ জন সদস্য গ্রেপ্তার

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে কথিত কোটি টাকা মূল্যের তক্ষকসহ পাচারকারী চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে শহরের আলীপুর এলাকার একটি বাড়ী থেকে তক্ষকসহ ওই চার জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মীরাকান্দা গঙ্গাদরদী এলাকার আ: রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), একই উপজেলার ধর্মদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্যআলীপুর এলাকার আব্দুর রব শরীফের স্ত্রী তাজিয়া আক্তার (৪২) ও কুষ্টিয়া জেলার পূর্ব আবদালপুর এলাকার আজিজুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তক্ষকসহ পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তক্ষকটি ১৫ ইঞ্চি লম্বা।

তিনি আরও বলেন, কথিত রয়েছে তক্ষকের মূল্য কোটি টাকা। কিন্তু বাস্তবে সুনির্দিষ্ট কোন তথ্য জানা নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.