প্রধানমন্ত্রীর সঙ্গে বসার আগে তফসিল নয় : ইসিকে ঐক্যফ্রন্ট

শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ৭ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের ফলাফল জেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন জোটের নেতারা।

সোমবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসিসহ কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ অনুরোধের কথা জানান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

তিনি বলেন, ২৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের সময় রয়েছে। ৮ নভেম্বর তফসিল না দিলে মহাভারত অশুদ্ধ হবে না— আমরা এটা ইসিকে বোঝানোর চেষ্টা করেছি।

আব্দুর রব আরও বলেন, আমরা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্যও বলেছি। তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেননি।

এর আগে বিকেল পৌনে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্বে বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বরকতুল্লাহ বুলুসহ ১০ সদস্য উপস্থিত ছিলেন।

অন্যদিকে সিইসি কেএম নূরুল হুদা সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.