প্রথমে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাসে নেওয়া হবে

শেয়ার

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা প্রথমে এবছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বুধবার (২৬ মে) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, যারা এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য প্রথমে খুলে দেওয়া হবে।

ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাসে নেবো। শুরুতে তারা সপ্তাহে একদিন আসবেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পূর্ণাঙ্গভাবে চলবে।

আর আগামী বছর যারা এইসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে আমরা তাদেরকেও ক্লাসে নেওয়ার চেষ্টা করবো।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.