নোয়াখালীর চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত

শেয়ার

বি. চৌধুরী: নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন অন্তবর্তীকালীন আদেশ দ্বারা ৭ জানুয়ারী
তারিখের নির্বাচন চট্টগ্রাম ১ম শ্রম আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ রায় দেন।

বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল বাসার স্বপন বাদী হয়ে আই.আর মামলা নং- ১/২০২৩। দ্বিতীয় পক্ষ মোঃ হুমায়ুন কবির পিতা মৃত্যু হাজী গোলাম রহমান অবৈধ ভোটার নং- ৪৯৫ তথাকতিথ প্রতিষ্ঠান লাভলী ব্রিকস্ধসঢ়; ম্যানুঃ এন্ড কোং চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি রেজিঃ নং- ৮৫৯, সাং ল²ীনারায়ণপুর, চৌমুহনী পৌরসভা, বেগমগঞ্জ, নোয়াখালী। প্রথম পক্ষ শ্রম আইন ২০০৬ এর ২১৬(১) (ছ) ধারার বিধান মতে অপর একটি দরখাস্ত দাখিল করিয়া দরখাস্তে বর্ণিত কারণে মূল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ০৭/০১/২০২৩ ইং তারিখের বা অন্য কোন তারিখে যাহাতে চৌমুহনী ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং- ৮৫৯) এর নির্বাচন করিতে না পারে তৎমর্মে ১-৫ নং দ্বিতীয় পক্ষগণের প্রতি অন্তবর্তীকালীন আদেশ দ্বারা ৭ জানুয়ারী নির্বাচন স্থগিত রাখার প্রার্থনা করেন।

প্রথম পক্ষের মামলার আরজি ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনায় প্রথম পক্ষের মামলায় ঢ়ৎরসধ ভধপরপ পধংব বিদ্যমান আছে মর্মে প্রতীয়মান হয়। তৎমর্মে দ্বিতীয় পক্ষগণকে অত্র নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.