নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন নুরুল হুদা

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে (কে এম নুরুল হুদা)  পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের সদস্য করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও সাবেক সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরীকে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

নির্বাচন কমিশনারদের মধ্যে মাহবুব তালুকদারের নাম প্রস্তাব করেছে বিএনপি। সার্চ কমিটির সুপারিশকৃত ১০ জনের মধ্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের নামও বিএনপি প্রস্তাব করেছিল। তবে তার নাম বিবেচনায় নেয়া হয়নি। আর আওয়ামী লীগ মনোনীতদের মধ্যে কবিতা খানমের নাম রাষ্ট্রপতি নিয়েছেন।  আর তাদের দেয়া পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আব্দুল মান্নানের নাম সার্চ কমিটি সুপারিশ করলেও রাষ্ট্রপতি তা নেননি।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.