নরসিংদীতে শিল্পমন্ত্রীর পাওয়ার গ্রীড স্থাপনের স্থান পরিদর্শন

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে ১৫০ মেঘাওয়াট সম্পন্ন পাওয়ার গ্রীড ট্রান্সমিশন সাব-স্টেশন স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মনোহরদী পৌরশহরের মাঝিপাড়ায় ও হাররদিয়া এলাকায় এ পাওয়ার গ্রীড স্থাপনের স্থান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পিজিসিবি এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গাউছ মহীউদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক আবদুর রশিদ খান, প্রধান প্রকৌশলী সরদার মোহাম্মদ জাফরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ইশরাত জাহান তামান্না, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, মনোহরদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আজিজুর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় শিল্পমন্ত্রী বলেন, একসময় তীব্র বিদ্যুতের সংকট জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলেছিল। এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, এখন মানুষ ২৪ ঘন্টা বিদ্যুতের সরবরাহ পাচ্ছেন। সরকার সারাদেশে নিরবিচ্ছিন্ন ভাবে গুনগত মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ করছে। মনোহরদীতে পাওয়ার গ্রীড স্থাপন হলে এই উপজেলার মানুষের পাশাপাশি প¦াশ্ববর্তী উপজেলার মানুষও উপকৃত হবে। তিনি দ্রুত সময়ের মধ্যে পাওয়ার গ্রীড স্থাপনে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.