নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২

শেয়ার

জেলা প্রতিনিধি নরসিংদী ।

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২ জন।

বৃহস্পতিবার ভোর চারটায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা- সিলেট মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন, মাইক্রোবাসের চালক পাবনা জেলার বাসিন্দা আবুল কালাম আজাদ (৩২) ও রাজবাড়ি জেলার বাসিন্দা মো. ইউনুস (২৮)।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। রাত চারটায় বাসটি ঢাকা- সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা সিলেট গামী একটি পত্রিকা বাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভৈরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়। এসময় বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। আর আহতদের ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.