দীর্ঘ ১১ বছর পর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন

শেয়ার

মোঃ বদিউজ্জামান নোয়াখালী প্রতিনিধিঃ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১বছর পর ২ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলকে ঘিরে বিবদমান আওয়ামীলীগের ২ গ্রুপ ঐক্য হয়ে সম্মেলন সফল ও সার্থক করেছেন। এ উপজেলাটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা। এ উপজেলা বিগত ২ বছর দলীয় গ্রুপিং থাকায় ২ কর্মী ও ১ সাংবাদিক খুন হয়েছে । শতাধিক কর্মী আহত হয়েছে ও বেশ কয়েকটি মামলা হয়েছে ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রচেষ্টা বিরোধ নিষ্পত্তি হয়ে সম্মেলন উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরীর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধক নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন( এমপি) বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী উপস্হিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ন-আব্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি, রামপুর ইউপি চেয়ারম্যান সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা সিরাজিস সালেকিন ( রিমন) সম্মেলনে বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আপোষহীন নেতা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদল কাদের মির্জা কে সভাপতি ও সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কে সাধারণ সম্পাদক বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রশিদ মন্জু ও সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল কে ঘোষণা করে ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়েছে ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.