ঢাবির সাবেক রোভারদের বৃক্ষরোপন

শেয়ার

দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষ রোপন অভিযান চলেছিল। তারই অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল স্যার এ এফ রহমান হলের বাইরের মাঠে বৃক্ষরোপন অভিযান সম্পন্ন হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উক্ত সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মুহাম্মদ মুহসিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ, রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদ। সাবেক সিনিয়র রোভারমেট মো. শাহজাহান, জনাব মো. হেমায়েত, দাদা আকবর আলী, মো: জাহানুর ইসলাম, মো: জহিরুল ইসলাম সহ বর্তমান রোভারবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার বলেন, “প্রকৃতির প্রাণ শক্তিকে ধরে রাখতে হলে বৃক্ষ রোপনের বিকল্প নেই। বৃক্ষ রোপন আমাদের নিয়মিত আয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মুহসিন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বৃক্ষ রোপন অভিযান সমাপ্ত করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি অসংখ্য কৃতি রোভার তৈরি। সাবেক রোভারদের নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরাম গঠিত হয়েছে। সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বৃক্ষ রোপণসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.