ডিম-আলুর দাম কিছুটা কমেছে

শেয়ার

আমদানি করা ডিম দেশে আসার পর এর দাম কিছুটা কমেছে। পাইকারি পর্যায়ে প্রতি ১০০ পিস ডিমের দাম কমেছে ৯০ টাকার মতো। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। বাজারে এখন খুচরা পর্যায়ে প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একইভাবে আলুর দরও কমেছে।

তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আমদানির কারণে দাম কমছে, এমন নয়। তাদের যুক্তি হচ্ছে, শীত মৌসুম শুরু হয়েছে। বাজারে শিম, মূলা, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপিসহ শীতকালীন অনেক সবজি এসেছে। সেগুলোর দামও কমতে শুরু করেছে। এসব কারণে ডিমের চাহিদা আগের তুলনায় কম। ফলে দাম কমেছে।

ডিমের ডজন ১৭০ টাকা হওয়ার পর দাম নিয়ন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর আরও দুই দফায় যথাক্রমে ৬ কোটি ও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। অনুমতি দেওয়ার দেড় মাস পর প্রথম চালানে ভারত থেকে প্রায় ৬২ হাজার ডিম এসেছে দেশে।

ডিমের পর সরকার আলু আমদানিরও অনুমতি দেয়। এখন পর্যন্ত প্রায় দেড় লাখ টনের বেশি আলু আমদানির অনুমতি দেওয়া হয়। গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত আমদানি হয়েছে ২ হাজার ৭০০ টন। বাজারে ভারতীয় আলু ও দেশীয় নতুন আলু– এ দুই ধরনের আলু আসার কারণে দাম কমতে শুরু করেছে। খুচরা পর্যায়ে আলুর কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকার আশপাশে।

তেজগাঁওয়ের ডিমের আড়তের পাইকারি ব্যবসায়ীরা প্রতি ১০০ পিস ডিম বিক্রি করছেন ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৭০ টাকায়। কয়েকদিন আগে ১ হাজার ১৪০ থেকে ১ হাজার ১১৬০ টাকা ছিল। অর্থাৎ প্রতি ১০০ পিস ডিমে দাম কমেছে ৯০ টাকা। খুচরা বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম  বলেন, বৃষ্টি-বাদলের সময়ে মানুষ বাজারে না গিয়ে আশপাশের দোকান থেকে ডিম কিনে নেয়। এতে ডিমের চাহিদা বেড়ে যায়। ফলে দামও বাড়তে থাকে। এখন শীত শুরু হয়েছে। বাজারে শীতের সবজি আসা শুরু করেছে। অনেকেই নতুন সবজি কিনছেন। ফলে ডিমের চাহিদা কমেছে। এ কারণে দামও কমছে। তবে দাম কমার ক্ষেত্রে আমদানিরও কিছুটা প্রভাব রয়েছে বলে মনে করেন তিনি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.