জাতীয়করণের দাবীতে ৭ সংগঠনের শপথ

শেয়ার

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের শপথ নিয়েছে ৭ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। প্রত্যেক সংগঠনের দাবিনামা লিখিতভাবে সমন্বয়কারী বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কাশেমের কাছে আগামী ৫ই নভেম্বরের মধ্যে জমা দেয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (৩১শে অক্টোবর) বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম এর সভাপতিত্বে স্বাধীনতার স্বপক্ষের সমমনা ৭টি শিক্ষক সংগঠনের এক সভায় এ যুগপৎ শপথ গ্রহণ করা হয়।

সভায় ৭ সংগঠনের নেতৃবৃন্দ সারা দেশের শিক্ষক-কর্মচারিদের শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ন্যয়সঙ্গত দাবী আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি সরকারকে অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষক-কর্মচারিদের পূর্ণাঙ্গ পেনশন সুবিধা, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখি ভাতা, বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উসব ভাতাসহ সকল সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশনাসহ শিক্ষক-কর্মচারিদের ন্যয়সঙ্গত দাবী পূরণের আহবান জানান।

সাতটি শিক্ষক সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (আসাদুল হক-ফয়েজ হেসেন), বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি (আউয়াল-বিলকিস), বাংলাদেশ জমিয়তুল মোদারেছিন, বাংলাদেশ শিক্ষক সমিতি (আজিজুল ইসলাম-মহসীন) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি (সাত্তার-মোঃ আলী)।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি আসাদুল হক, বাংলাদেশ জমিয়তুল মোদারেছিনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ জমিয়তুল মোদারেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ ফয়েজ হেসেন, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মহসীন রেজা, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সভাপতি রঞ্জিত কুমার সাহা, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যক্ষ আবুবকর চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শাহে আলম প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.