চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই

শেয়ার

মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চৌমুহনী, মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার স্টেশনের ৮ টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনের রেল গেট সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ইলেকট্রিক পণ্যের সবচেয়ে বড় মার্কেট চৌমুহনীর রেল গেট সুপার মার্কেট। শুক্রবার সন্ধ্যায় ওই মার্কেটের কোনো একটি ইলেকট্রিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন, নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, (এমপি) নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বেগমগঞ্জ উপজেলা ইউএনও মোঃ মহিনুল হাসান মুঠোফোনে জানান,এ ঘটনা তদন্ত চলছে। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নুর হোসেন মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.