চেলসির কোচ টুখেল বরখাস্ত

শেয়ার

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের শুরু থেকে চেলসির পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। যার দরুন চাপ তৈরি হচ্ছিল লন্ডনের ক্লাবটির উপর। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্লুজরা। এমন পারফরম্যান্সে হতাশ ক্লাব কর্তৃপক্ষ বরখাস্ত করেই ছাড়ল কোচ টমাস টুখেলকে। চেলসির ওয়েবসাইটে আজ বুধবার এক বিবৃতিতে টুখেলের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানানো হয়। এর আগের দিন ক্রোয়েশিয়ার ক্লাব দিনামোর মাঠে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হারে চেলসি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হয়নি ব্লুজদের। দলবদলের বাজারে কাড়ি কাড়ি টাকা খরচের পর লিগের প্রথম ছয় ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিন ম্যাচে। দুই হারের পাশাপাশি ড্র করেছে এক ম্যাচে।  পিএসজির চাকরি হারানোর মাসখানেকের মধ্যে ২০২০ সালের জানুয়ারিতে চেলসির দায়িত্ব নেন টুখেল। ওই সময়ে ধুঁকতে থাকা দলটি জার্মান এই কোচের হাত ধরে খুঁজে পায় সাফল্যের দেখা।

পরের চার মাসে তাদের পারফরম্যান্স ছিল বিস্ময় জাগানো। লিগের প্রথম ভাগে পয়েন্ট তালিকার নিচের দিকে নেমে যাওয়া দলটি ঘুরে দাঁড়িয়ে আসর শেষ করেছিল শীর্ষ চারে থেকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.