খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন অধ্যাপক আব্দুল্লাহ আবুসাঈদ

শেয়ার

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান। আজ রবিবার (০৫ মার্চ) দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন।

এর আগে গত ২৮শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। সদ্য বিদায়ী ডিন, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসানের স্থলাভিষিক্ত হন তিনি।

অফিস আদেশে জানা যায়, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান এর ডিনের মেয়াদ শনিবার (৪ মার্চ) শেষ হয়। খুবির আইন ১৯৯০ এর ২৮ (৫) ধারা মোতাবেক ঐ স্কুলের অধিন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান-কে পরবর্তী ০২(দুই) বছর মেয়াদে সমাজিক বিজ্ঞান স্কুলের ডিন এর দায়িত্ব প্রদান করা হয়। এ দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

এছাড়াও অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান বর্তমানে একই স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.