কোস্ট গার্ডের সহায়তা নিরাপদ আশ্রয়ে আসছেন চর গজারিয়ায় বাসিন্দারা

শেয়ার
এ আই তারেক:
চারদিকে মেঘনা নদী বেষ্টিত এ চরগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ না থাকায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা প্রশাসন এ উদ্যোগ ১৯ মে মঙ্গলবার দুপুর থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে চর গজারিয়ায় থেকে একটি পুলিশ ফাড়ি পুলিশ সদস্য ও গ্রামবাসী কে কোস্ট গার্ড নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড আউট প্রোষ্ট লক্ষ্মীপুর রামগতি সহযোগিতায় ইঞ্জিনচালিত তিনটি ট্রলারে করে লোকজনকে সরিয়ে এনে উপজেলা সদর আলেকজান্ডারসহ বিভিন্ন এলাকায় নিরাপদ স্থানে রাখা হচ্ছে।
এছাড়াও কোস্ট গার্ডের উদ্যোগে ঘূর্ণিঝড় উপকূল অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা মূলক মাইকিং ও প্রচারনা চালানো হয়।
বাংলাদেশ কোস্টগার্ড আউট প্রোষ্ট লক্ষ্মীপুর রামগতি উপজেলার মোঃ মোনায়েফ হোসেন জানান, চরগজারিয়া কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ নেই। ঝড়-জলোচ্ছ্বাসে তাদের জীবন মারাত্মক ঝুঁকিতে থাকে। যে কারণে উপজেলা প্রশাসন উদ্যোগ কোস্ট গার্ড বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনাসহ ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সচেতনতা মূলক মাইকিং ও প্রচার করে যাচ্ছেন। এবং এই করোনা ভাইরাসে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন কোস্ট গার্ডের সদস্যগন।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.